আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হওয়ায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার এলাকায় আনন্দ মিছিল হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুরাতন টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রূপগঞ্জ মুচিরপোলে এসে শেষ হয়। এ সময় সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, মিটুল কুমার কুন্ডু, সদস্য বিপ্লব হোসেন বিশ্বাস বিলো, হাফিজ খান মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও আওড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাশরাফিকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক করায় নড়াইলবাসী ধন্য হয়েছে।
হাফিজুল নিলু/এসজে/এমএস