দেশজুড়ে

দেশের আগে শিক্ষাখাতকে স্মার্ট করতে হবে: শিক্ষামন্ত্রী

দেশের আগে শিক্ষাখাতকে স্মার্ট করতে হবে: শিক্ষামন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে শিক্ষাখাতকে স্মার্ট করতে হবে। এজন্য সব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Advertisement

তিনি বলেন, আমাদের আন্তর্জাতিক ও জাতীয় কতগুলো লক্ষ্য আছে। সেগুলো আমরা নির্ধারিত সময়ের মধ্যেই অর্জন করতে সক্ষম হবো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা রূপকল্প ২০৪১ নিয়ে এগুচ্ছি। আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এটি এখন বাস্তব। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। সব দিক থেকেই আমরা চৌকস হয়ে উঠবো।

Advertisement

সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দেশে সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে। এসব ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ বেশি সৃষ্টি হয়।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস