বিনোদন

নৌকার জন্য দোয়া চাইলেন মাহি

নৌকা প্রতীকের জন্য দোয়া চেয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবো। আপনাদের এলাকার মেয়ে হিসেবে আমাকে সাপোর্ট করবেন। আমার জন্য ও নৌকার জন্য দোয়া করবেন। যেন এই আসনে নৌকার জয় হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকায় ডাকবাংলোর সামনে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মাহিয়া মাহি বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন কিনবো। যদি আমি মনোনয়ন পাই সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের এলাকার মেয়ে। তাই আপনাদের কাছে আমার অধিকার রয়েছে। যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন সবাই মেয়ে মানুষ আর আমিও মেয়ে মানুষ। তাই আপনারা নিশ্চয় মেয়ের সঙ্গেই থাকবেন।’

এসময় গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাত সংসদ সদস্য। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পরদিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়।

অন্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোহান মাহমুদ/এসআর/এমএস