উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার কারণে দুপুর পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এর আগে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার বিকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে।
জেলা শহরের হাফিজাবাদ ইউনিয়নের মারুপাড়া গ্রামের কৃষক আল আমিন বলেন, আমাদের কাকডাকা ভোরে বিছানা ছেড়ে ক্ষেতে নামতে হয়। কিন্তু ঠান্ডার কারণে হাত দিয়ে কোনো কাজ করা যায় না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ডিসেম্বরের শুরু থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ এর মধ্যেই উঠানামা করছিল। তবে বুধবার সকাল ৯টায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ মধ্যে অবস্থান করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। আগামী সপ্তাহে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
সফিকুল আলম/জেএস/এমএস