সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের মাজেদ আলী আকন্দ ওরফে মাজম আলীর ছেলে সুজন মিয়া ওরফে সোহেল (২৮), ওসমান প্রামানিকের ছেলে আব্দুল করিম (২৮), মৃত খালেক মন্ডলের ছেলে আব্দুল মালেক (২৭) ও মৃত ছাইদার প্রামানিকের ছেলে আশরাফুল প্রামানিক ৩৫)।
এ সময় তাদের কাজ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) দিন সুজন মিয়ার নেতৃত্বে ৭ জনের একটি দল উল্লাপাড়া বাজারে ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী সুজন অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে আরও ২ জনসহ শ্রীকোলা মোড় এবং উল্লাপাড়া বিজ্ঞান কলেজ মোড় এলাকায় আব্দুল করিম, আশরাফুল প্রামাণিকসহ আরও অজ্ঞাত একজন অবস্থান নেন।
এ সময় মোবাইল ব্যাংকিং রকেট এজেন্ট তারিকুল ইসলাম মোবারক (৩৮) মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে ঘটনাস্থলে পৌঁছালে আব্দুল করিম তাকে মোটরসাইকেলে হাওয়া নেই বলে গতি কমাতে বলেন। তিনি গতি কমালে ডাকাত দলের সদস্যরা তাকে ঘিরে ফেলে প্রথমে ফাঁকা গুলি করে ভীতি প্রদর্শন করে। এরপর তার বাম পায়ের উরুতে গুলি করেন। তারপর আশরাফুল প্রামাণিক তার হাতে থাকা চাকু দিয়ে মোবারকের ব্যাগটি কেটে নেন।
পরবর্তীতে সুজন আরও ১ রাউন্ড ফাঁকা গুলি করে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা রুজু হয়। আটকদের আদালতে পাঠানো হয়েছে।
এফএ/জিকেএস