অর্থনীতি

শিশুদের পুষ্টিচাহিদা পূরণে নিউট্রি প্লাসের টিফিন প্লাস

শিশুদের পুষ্টিচাহিদা পূরণে টিফিন প্লাস নামের একটি পণ্য বাজারে এনেছে কেয়ার নিউট্রিশন লিমিটেডের নিউট্রি প্লাস ব্র্যান্ড।

সম্প্রতি নতুন পণ্যের মোড়ক উন্মোচন উপলক্ষে নিউট্রি প্লাস ও বাবুল্যান্ডের মধ্যে একটি সমঝোতা সই হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পাঁচ হাজার গ্রাহক প্রতিটি পণ্যের সঙ্গে পাচ্ছেন একটি ৪০০ টাকা মূল্যের বাবুল্যান্ডের এন্ট্রি কুপন ফ্রি।

প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর মনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রথম নিউট্রিশন প্রতিষ্ঠান হিসেবে মানুষের পুষ্টিচাহিদা পূরণে ছয়টি থেকে ২৩টি মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্রন্ট্রিয়ার নিউট্রিশনের সহযোগী এই প্রতিষ্ঠানটি। নতুন এই পণ্য সবার কাছে সমাদর পাবে ও নিউট্রিশন পণ্য হিসাবে বহুল প্রচার পাবে।

প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান মো. মোফাজ্জল হোসেন বলেন, সবার সাধ্যের মধ্যে পুষ্টিচাহিদা নিশ্চিতে ভেজালমুক্ত খাদ্য প্রস্তুত করছে কেয়ার নিউট্রিশন। দৈনন্দিন খাদ্যচাহিদা পূরণে নিউট্রি প্লাস ব্র্যান্ডের পণ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের এইচআর ম্যানেজার ওয়াহিদা আক্তার, স্ট্র্যাটেজি ম্যানেজার তানভীর হকসহ কারখানার অন্যান্য কর্মকর্তা।

বিএ/জিকেএস