দেশজুড়ে

রাত পোহালেই আলফাডাঙ্গার পৌরসভা ও ৩ ইউপিতে ভোটগ্রহণ

রাত পোহালেই ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসন সবরকম প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণও গুছিয়ে আনা হয়েছে। ভোটারদের মক ভোটিংসহ আনুষ্ঠানিক সব কার্যক্রম শেষ হয়েছে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে সমগ্র পৌর এলাকা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সবক’টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে ইসি সচিবালয় থেকে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রের ৪২টি ভোটকক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে। প্রথমবারের মতো আলফাডাঙ্গা পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। আলফাডাঙ্গা পৌরসভায় ১৩ হাজার ৮শ ৪৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৮শ ৮৬ জন ও নারী ভোটার ৬ হাজার ৯শ ৬৩ জন। নির্বাচনে ৯টি কেন্দ্রে ৯ জন প্রিজাইডিং অফিসার ও ৪২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতিকেন্দ্রে দুই জন করে মোট ৮৪ জন পোলিং অফিসার থাকবেন।

এছাড়াও একই দিনে উপজেলার বুড়াইচ, আলফাডাঙ্গা ও গোপালপুর ইউনিয়নেও ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনটি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছেন। বুড়াইচ ইউপিতে ১৬ হাজার ২৭১ জন, গোপালপুর ইউপিতে ১৩ হাজার ৮৪৮ জন ও আলফাডাঙ্গা ইউপিতে সাত হাজার ৫৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ জাগো নিউজকে বলেন, প্রতিটি ভোটকক্ষে একটি করে ৪২টি ইভিএম মেশিন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একটি করে মোট ৯টি অতিরিক্ত ইভিএম মেশিন থাকবে। নির্বাচনের সবধরনের প্রস্তুতি সম্পন্ন। সবার সহযোগিতা পেলে একটি ভালো নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

এদিকে, শেষ মুহূর্তে এসে ভোটের মাঠে চলছে টানটান উত্তেজনা। বিশেষ করে মেয়র পদে চারজন প্রার্থী থাকলেও হেভিওয়েট তিন প্রার্থীর প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বর্তমান মেয়র সাইফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‌‘জগ’ প্রতীক নিয়ে এ কে এম আহাদুল হাসান ও অপর স্বতন্ত্র প্রার্থী নারকেল গাছ প্রতীকের আলী আকসাদ ঝন্টু রয়েছেন নির্বাচনী লড়াইয়ে। সংশয়-শঙ্কার মধ্যেই এ তিন হেভিওয়েট প্রার্থীসহ তাদের নেতাকর্মীরা কষছেন ভোটের অঙ্ক।

এনকেবি নয়ন/এমএএইচ/