চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সুসম্পর্ক গড়ে মুদ্রা বিক্রির নামে প্রতারণা চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রহনপুর পৌরসভার মুক্তাসা হল রোডের মেডিকেল রোড এলাকার দেলুয়ার হোসেনের থাই অ্যান্ড অ্যালুমিনিয়াম দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রহনপুর পৌর এলাকার নুনগোলা এলাকার রবিউল ইসলাম (৪০), উপজেলার সাহেবগ্রামের এরফান আলী (৬৫), পৌর এলাকার ডাকবাংলাপাড়ার ওবায়দুল ইসলাম (৪০) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার আশরাফুল ইসলাম (৪৩)। এসময় কয়েকটি ভুয়া কয়েন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুয়া কয়েনসহ তাদের চার সদস্যকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুদ্রাগুলো অনেক মূল্যবান এবং বিশ্ব বাজারে এসব মুদ্রার অনেক দাম। এসব নানান কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল চক্রটি। আর কৌশলে তারা প্রথম সহজ সরল ব্যক্তিকে টার্গেট করে। তাদের সঙ্গে আগে ভালো সম্পর্ক তৈরি করে বিশ্বাস অর্জন করত তারা। পরে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যেত। আটকদের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।
সোহান মাহমুদ/জেএস/জিকেএস