ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে একটি ছাড়া সব কটিতে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। শুধু আলফাডাঙ্গা সদর ইউপিতে খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগ প্রার্থী সোহরাব হোসেন। নির্বাচনে আলফাডাঙ্গা পৌরসভা এবং বুরাইচ ও গোপালপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী পরাজিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলে। আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আলফাডাঙ্গা পৌরসভায় ৪ হাজার ৯৪২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী (নারকেলগাছ) মো. আলী আকসাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীতপ্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র মো. সাইফুর রহমান পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।আরও পড়ুন>> রাত পোহালেই আলফাডাঙ্গার পৌরসভা ও ৩ ইউপিতে ভোটগ্রহণ
আলফাডাঙ্গা সদর ইউপিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সোহরাব হোসেন। তিনি পেয়েছেন ১ হাজার ৯৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামান (চশমা) পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট। খুব অল্প ভোটের ব্যবধানে জিতেছেন সোহরাব হোসেন।
গোপালপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল খান (চশমা) ৫ হাজার ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইনামুল হাসান পেয়েছেন ২ হাজার ৬৭১ ভোট।
বুরাইচ ইউপিতে বিদ্রোহীপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল ওয়াহাব মিয়া (আনারস) ৩ হাজার ৮৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী মনোনীতপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবদুল আলিম খান পেয়েছেন ৩ হাজার ১৮৩ ভোট।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেন বলেন, আমরা টাকার কাছে পরাজিত হয়েছি। ভোটের আগের রাতে বস্তাভর্তি টাকা ছড়ানো হয়েছে।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম বলেন, সুষ্ঠ-শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। র্যাব ও পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেট ও বিজিবি মোতায়েন ছিল।আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নে মোট ৩৬টি ভোট কেন্দ্রের ১৬৮টি ভোটকক্ষে ৫১ হাজার ৫১৯ জন ভোটার ছিলেন।
এনকেবি নয়ন/এমএএইচ/