দেশজুড়ে

প্রতিপক্ষের শাবলের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু, আহত ১০

পাবনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আনিছুর রহমান (৬৪) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় নিহতের এক ছেলেসহ আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে দিকে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান প্রভাকর পাড়া গ্রামের মৃত আকবর প্রামাণিকের ছেলে ও পেশায় মাছের ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রতিবেশী আয়নাল, গুলজার ও সুলতান তাদের বাড়ির প্রায় ১০ ফুট জায়গা অবৈধভাবে দখলে রেখেছেন। এ নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বাড়ির পাশে রাস্তায় আনিছুর রহমানের ছেলে মিজানুরের সঙ্গে এ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মিজানুরকে তারা মারধর শুরু করেন। এ সময় আনিছুর রহমান এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন শাবল দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আনিছুর রহমানের সঙ্গে তার প্রতিপক্ষের লোকজনের জমিজমা নিয়ে অনেকবার শালিস বৈঠক করলেও তাদের মধ্যে দ্বন্দ্বের নিরসন করা যায়নি। চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমিনুল ইসলাম জুয়েল/জেএস/এএসএম