দেশজুড়ে

পুলিশের হাত ফাটিয়ে আসামি ছিনতাই

লাঠির আঘাতে পুলিশ কর্মকর্তার হাত ফাটিয়ে চুরি মামলার আসামিকে ছিনিয়ে নিয়েছেন স্বজনরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে সাঁথিয়া পৌর সদরের নওয়ানী মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিষয়টি জানাজানি হয়।

পুলিশ রাতেই আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত দুই নারীকে গ্রেফতার করেছে। গ্রফতাররা হলেন- চুরি মামলার আসামির মা আনোয়ারা ও বোন শিউলি খাতুন।

অভিযুক্ত মহরম সাঁথিয়া পৌরসভার নওয়ানী মহল্লার আব্বাস শেখের ছেলে। পুলিশের আহত উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী সাঁথিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, একটি চুরি মামলার আসামি মহরমকে (২৮) গ্রেফতার করতে উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বৃহস্পতিবার রাতে অভিযানে যান। এ সময় আসামি মহরমকে ধরে হ্যান্ডকাপ লাগানোর সময় মহরমের মা, বোন ও দুই ভাই মিলে উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলীর হাতে লাঠি দ্বারা আঘাত করেন। এতে হায়দার আলীর হাতের আঙুল ফেটে যায়। তিনি এ সময় আসামিকে আর ধরে রাখতে পারেননি। সে সুযোগে আসামি দৌড়ে পালিয়ে যান। ঘটনার পরপরই সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে। সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ আসামি ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আসামি করে শুক্রবার (৩০ ডিসেম্বর) সাঁথিয়া থানায় মামলা হয়েছে। আসামি ছিনিয়ে নেওয়া মামলায় গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে থানায় অন্য মামলা রয়েছে। আমিন ইসলাম জুয়েল/এফএ/এএসএম