পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। শুরুর দিন থেকেই মিষ্টি ও নাস্তার সামগ্রী নিয়ে হাজির হয়েছে প্রাণ গ্রুপের মিঠাই ও টেস্টি ট্রিট।
রোববার (১ জানুয়ারি) মেলা ঘুরে দেখা গেছে, মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিভিন্ন অফারে খাবার দিচ্ছে প্রতিষ্ঠানগুলো।
মেলায় মিঠাই-এর বিক্রয়কর্মী রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার নিয়ে আমরা মেলায় এসেছি। দামও দর্শনার্থীদের নাগালের মধ্যে। মেলায় অংশগ্রহণের মূল উদ্দেশ্য পণ্যের প্রচার করা।
মিষ্টি, বিস্কুট, মোরগ পোলাও, রাইসবোল, বার্গার, স্যান্ডউইচসহ শতাধিক খাবারের পসরা সাজানো হয়েছে স্টলে। ক্রেতা-দর্শনার্থীদের সাড়াও ভালো পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
মেলায় ৫০০ গ্রাম শনপাপড়িতে দেওয়া হচ্ছে ১৫ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া প্রায় ৫০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৩৫০ গ্রামের শনপাপড়ির প্যাকেটে। ৩৫০ টাকার পণ্যটি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এছাড়া মোরগ পোলাও ও রাইসবোলে ছাড় রয়েছে ২০-৩০ টাকা।
অন্যদিকে পিৎজা, হটডগ, স্যান্ডউইচ, সসেজ, রোল, বিস্কুট কিনতে দর্শনার্থীদের ভিড় রয়েছে টেস্টিট্রিটেও।
টেস্টিট্রিটের স্টোর ম্যানেজার খাইরুল বাশার সোহাগ বলেন, আমরা কম্বো অফার প্রস্তুত করছি। সেটা আগামীকাল থেকে ক্রেতাদের দিতে পারবো। তবে আমাদের এখানে খাবারের দাম আশপাশের অন্য স্টল থেকে কম। স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবার পেয়ে দশনার্থীরা আমাদের স্টলে ভিড় করছেন।
এসএম/এমএইচআর/জিকেএস