খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার হয়েছে। ফলে আড়াই ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
সোমবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৫টা থেকে ট্রেন চলাচল শুরু করে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তেল নামিয়ে ফেরার পথে দুপুর সোয়া ২টার দিকে ট্রেনের পেছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে বগিটি অপসারণ করে। বিকেল পৌনে ৫টা থেকে রেল যোগাযোগ সচল হয়।
আলমগীর হান্নান/এসজে/এএসএম