খুলনায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ আছে।

সোমবার (২ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তেল নামিয়ে ফেরার পথে ট্রেনের পেছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে। দ্রুত বগিটি উদ্ধারের পর রেল যোগাযোগ সচল করা হবে।

ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ট্রেনটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। পথে দৌলতপুরের বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর হান্নান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।