সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি তরুণ জৈন উদ্দিন (১৮) নিহতের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) নিহতের বাবা নূর মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এ তথ্য জানান।
ওসি বলেন, উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বনপুর আদর্শ গ্রামের নূর মিয়ার ছেলে জৈন উদ্দিন ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন- এমন একটি অভিযোগে মামলা হয়েছে। মামলাটি রেকর্ডও করা হয়েছে। আমরা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখছি।
এদিকে, নিহত জৈন উদ্দিনের মরদেহ রোববার (১ জানুয়ারি) বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত এলাকায় চার তরুণ কাঠ সংগ্রহ করতে যান। এসময় ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ করে গুলি ছোড়ে।
এসময় অন্য তরুণরা পালিয়ে এলেও জৈন উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে রাতে তাকে উদ্ধার করে অন্য তিন সহযোগী বাড়িতে আনে। খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে জৈন উদ্দিনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ছামির মাহমুদ/এএএইচ