ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী এমভি মানামী লঞ্চ থেকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মানিক মিয়া (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।
তিনি বলেন, কীর্তনখোলা নদীতে মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী লঞ্চ এমভি মানামিতে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে সাড়ে ১০ কেজি গাঁজাসহ মানিক মিয়াকে আটক করা হয়। জব্দ গাঁজা এবং আটক ব্যক্তিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসজে/এমএস