জাতীয়

কাস্টমসে জব্দ মোবাইল-ক্যামেরা বিক্রির ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুকে

মোংলা কাস্টমস হাউজে বিভিন্ন সময় জব্দ চোরাচালানের মোবাইল ও ক্যামেরা বিক্রিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিকে বিভ্রান্তিকর উল্লেখ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাজস্ব বোর্ডের উপ-কমিশমার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়’ নামের একটি পেজ থেকে জানানো হয়, মোংলা বন্দরে আমদানি করা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের চোরাচালানের মোবাইল ও ক্যামেরা মোংলা কাস্টমস হাউজে জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব মোবাইল ও ক্যামেরা মোংলা কাস্টমস হাউজ থেকে নিলামে বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনহীন এ ফেসবুক পেজ হতে প্রকাশিত বিভ্রান্তিকর বিজ্ঞপ্তিটি এ দপ্তরের নজরে এসেছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটির মাধ্যমে এক শ্রেণির অসাধু চক্র জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারিত করার অপচেষ্টা করছে। তাছাড়া ওই ভিডিও বিজ্ঞপ্তিতে জনৈক কর্মকর্তার সঙ্গে মোবাইলে যোগাযোগের করার জন্য বলা হয়, যা অনভিপ্রেত ও প্রতারণামূলক।

এনবিআর বলছে, মোংলা কাস্টমস হাউজে মোংলা বন্দরের মাধ্যমে আমদানি করা অখালাসকৃত পণ্য উন্মুক্ত টেন্ডারে নিলামে বিক্রি করা হয়ে থাকে। নিলাম সংক্রান্ত সব বিজ্ঞপ্তি এ দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (mch.portal.gov.bd) এবং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। ফেসবুক ভিত্তিক কোনো পেজের মাধ্যমে মোংলা কাস্টমস হাউজে কর্তৃক নিলামে বিক্রয়যোগ্য পণ্য প্রদর্শন ও বিক্রয় প্রচার কার্যক্রম গ্রহণ করা হয় না।

এসএম/এমকেআর/জেআইএম