হবিগঞ্জে সরকারি কর্মকর্তাদের সিল-সই জাল করে জমির ভুয়া পর্চা তৈরি ও বিক্রির অভিযোগে মোহন খান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোহন খান সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের ইদু মিয়ার ছেলে। তার কাছ থেকে ভুয়া সিল ও কর্মকর্তাদের সই করা ছয়টি পর্চা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈন খান এলিস জানান, মোহন দীর্ঘদিন ধরে সিল ও কর্মকর্তাদের সই জাল করে মানুষকে ভুয়া পর্চা সরবরাহ করছেন। এমনও আছে যেসব পর্চার ভলিওম এখনও অফিসে পৌঁছেনি সেগুলোও তিনি মানুষকে বানিয়ে দিচ্ছেন। একেকটি পর্চার জন্য তিনি ৭০০-৮০০ টাকা করে নিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে অভিযান চালানো হচ্ছে। কিন্তু তাকে আটক করা যাচ্ছিল না।
তিনি আরও জানান, পর্চাগুলো দেখতে হুবহু অরিজিনালগুলোর মতোই তিনি প্রিন্ট করিয়ে নিয়েছেন। তারপর জাল সিল-সই ব্যবহার করে সেটি মানুষের মধ্যে বিতরণ করে প্রতারণা করছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস