বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ যোগ দিয়ে সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে পারেন আপনিও। সম্প্রতি বিজিবি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটির ৮৯ তম ব্যাচে সিপাহি (জিডি) পদে পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা :মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ ২.৫০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শারীরিক যোগ্যতা :
পুরুষ : সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট ছয় ইঞ্চি এবং উপজাতি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। সাধারণ পুরুষদের জন্য ওজন ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) এবং উপজাতিদের জন্য ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) হতে হবে। এ ছাড়া নির্ধারিত বুকের মাপ সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি এবং উপজাতীদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
মহিলা : সাধারণ মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ৫ ফুট দুই ইঞ্চি এবং উপজাতী মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট হতে হবে। সাধারণ মহিলা প্রার্থীদের জন্য ওজন ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) এবং উপজাতীদের জন্য ৯৬ পাউন্ড হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।
দৃষ্টিশক্তি :পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই ৬/৬ হতে হবে।
অন্যান্য যোগ্যতা :১৭ জুলাই-২০১৬ তারিখে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৩ বছর হতে হবে। শুধু অবিবাহিত প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে। সাঁতার জানা বাধ্যতামূলক।
বেতন :৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৮০০ টাকা। এ ছাড়া থাকবে ভাতাসহ অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া :বিজ্ঞাপনে উল্লিখিত নিয়মানুযায়ী টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। সফলভাবে রেজিস্ট্রেশন শেষ হলে প্রার্থীকে ফিরতি এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। মেডিকেল ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন www.bgb.gov.bd।
এআরএস/পিআর