দেশজুড়ে

রাজৈরে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগের দুই গ্রুপ

মাদারীপুরের রাজৈরে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগের দুই গ্রুপ। বুধবার (৪ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্রুপ ও মাদারীপুর -২ আসনের সংসদ সদস্য শাজাহান খান গ্রুপের অনুসারীরা আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।

দলীয় একাধিক সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা গ্রুপের রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিমের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেকান্দার আলী শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুবক্কর, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির সুজন, জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক কাজী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন বিকেলে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান গ্রুপের অনুসারী রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান পিয়ালের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়। পরে রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান পিয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, এমপি শাজাহান খানের ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আসিবুর রহমান খান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহাবুদ্দিন সাহা, স্থানীয় সংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/এএসএম