দেশজুড়ে

আলীকদমে ৮০ বার্মিজ গরু আটক

বান্দরবানের আলীকদমে ৮০টি বার্মিজ গরু আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর ওয়ার্ড শিরঝিরি এলাকা থেকে এসব গরু আটক করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যাটালিয়ন সদর থেকে সাত কিলোমিটার দক্ষিণে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের কয়ারঝিরির পাশে শিরঝিরি স্থান থেকে ৮০টি বার্মিজ গরু আটক করা হয়।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ৮০টি গরুর আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। গরুগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরে আনা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস