নাটোরের গুরুদাসপুরে প্রশাসনের কর্মকর্তার উপস্থিতিতে সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন গুরুদাসপুরের গণমাধ্যমকর্মীরা।
হামলাকারী নান্নু মোল্লাসহ অন্যদের অবিলম্বে গ্রেফতারসহ গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলকে প্রত্যাহারেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে গুরুদাসপুর থানা-শাপলা চত্বরে ওই মানববন্ধনে গুরুদাসপুর-বড়াইগ্রামের সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
গুরুদাসপুর প্রেস ক্লাবের সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি এম এম আলী আককাছ, গুরুদাসপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেম আলী, সিনিয়র সহ-সভাপতি প্রথম আলোর আনিসুর রহমান, বড়াইগ্রাম প্রেস ক্লাবের সভাপতি যুগান্তরের অহিদুল হক, গুরুদাসপুর প্রেস ক্লাবের সভাপতি ইত্তেফাকের রাশিদুল ইসলাম, সাজেদুর রহমান, চলনবিল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমূখ।
এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর স্লুইচগেট মসজিদের কাছে সাংবাদিকদের ওপর হামলা চালায় অবৈধভাবে পুকুর খননকারী নান্নু মোল্লাসহ তার লোকজন। এতে গুরুতর আহত হন সমকালের গুরুদাসপুর প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ (২৮)। হামলায় সাংবাদিক নাজমুলের বুকের দুইটি হাড় ভেঙে গেছে। লাঞ্ছিত করা হয় আরো ১০ সাংবাদিককে।
রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস