নারায়ণগঞ্জে ধর্ষণের দায়ে দুলাল হোসেন নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ রাকিব জাগো নিউজকে বলেন, শিশু ধর্ষণ মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুলাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩ মার্চ দুপুরে দুলাল হোসেন তার ঘরে শিশুকে ডেকে এনে ধর্ষণ করেন। পরদিন শিশুর বাবা সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুলালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে মামলার বিচার শুরু হয়।
মোবাশ্বির শ্রাবণ/এসজে/জেআইএম