দেশজুড়ে

বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে

দেশের বিশ্ববিদ্যালয়গুলো বেকার তৈরির কারখানা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, এতে রাষ্ট্রের সম্পদ ও মেধার অপচয় হচ্ছে। তাই এরইমধ্যে আমাদের পাঠ্যসূচি পরিবর্তন হচ্ছে, যুগোপযোগী করা হচ্ছে; যেন বেকার সৃষ্টি না হয়।

শনিবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে দুই দিনব্যাপী চাকরি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ধরুন জেলা প্রশাসক যদি পিয়নের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। সেখানে দুই হাজার আবেদন মধ্যে এক হাজার থাকে এমএ পাস। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষা নিয়ে পিয়ন হতে যাচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করলো অথচ এটা বাস্তবে কোনো কাজে লাগেনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, আমাদের দুর্ভাগ্য ড. কুদরাত-এ-খুদা জাতীয় শিক্ষা কমিশন গঠন করেছিলেন বঙ্গবন্ধু। কিন্তু তিনি বাস্তবায়ন করতে পারেননি। যেখানে বলা হয়েছিল, সাধারণ শিক্ষার দরকার নেই। মুষ্টিমেয় লোক উচ্চশিক্ষা গ্রহণ করবে। অন্যরা টেকনিক্যাল শিক্ষা নেবে, ভোকেশনাল শিক্ষা নেবে অর্থাৎ যে শিক্ষা সে কাজে লাগাবে, ব্যবহারিক শিক্ষা। যেটা তার জীবনে কাজে লাগাতে পারবে।

তিনি বলেন, গাজীপুরে ছোটবড় পাঁচ হাজারের অধিক শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করে প্রায় ২২ লাখ শ্রমিক। কিন্তু আমাদের দেশ থেকে প্রতিবছর বিদেশে যে শ্রমিক পাঠানো হয় তারা গিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পায়। অথচ বিদেশি শ্রমিকরা আমাদের দেশে লাখ লাখ টাকা বেতন পায়। কারণ তাদের শ্রমিকরা দক্ষ।

মন্ত্রী আরও বলেন, কোন শিল্পকারখানায় কোন ধরনের লোকবল প্রয়োজন আমাদের জানান, আমরা তেমন লোক তৈরি করবো। এটাই আমাদের চাহিদা, এটাই প্রয়োজন। আমাদের দেশকে স্বাবলম্বী করতে হলে আগে শিল্পকারখানার চাহিদা জানতে হবে, নির্ণয় করতে হবে; তারপর সেই শিক্ষা দিতে হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, বিজিএমইএ সভাপতি ফারুক হাসানসহ বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিরা বক্তব্য দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের রাজবাড়ী মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে চাকরি মেলার শুভ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম