পুলিশের চাকরিকালে কাউকে খুশি করানো যায় না। এটা একটা থ্যাংকলেস জব বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশীদ।
শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমেদ চুনকানগর মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি প্রধান হারুন অর রশীদ বলেন, আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। কে কতোটা প্রভাবশালী এ চিন্তা আমি কখনো আমলে নেইনি। প্রায় সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। কারা এ হামলা করে এখানে যে প্রধান অতিথি (গোলাম দস্তগীর গাজী) রয়েছেন তিনি ভালো করে জানেন। কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে যুদ্ধের সময় ’৭১ এর বিরোধী শক্তিরা প্রথমে রাজারবাগ পুলিশ লাইন্সে হামলা করে।
তিনি আরও বলেন, এখনো ’৭১ এর বিরোধী শক্তিরা পুলিশের ওপর হামলা করছে। কারণ তারা জানে পুলিশ একমাত্র সংগঠন যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমাদের ওপর কেউ হামলা করলে তা প্রতিহত করতে গেলে বলে পুলিশ খারাপ আচরণ করেছে। আমরা কোনো জায়গায় মূল্যায়ন পাচ্ছি না। করোনাকালীন কঠিন সময়ে এ পুলিশই সাধারণ মানুষের পাশে ছিল।
হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জ ঢাকার পাশের জেলা হলেও এই জেলার বৈচিত্র্য রয়েছে। এ জেলার মানুষের ভালোবাসার টানে আমি মাঝে মধ্যে নারায়ণগঞ্জ ছুটে আসি। নারায়ণগঞ্জ একটি ঐতিহাসিক জেলা। আমি এ জেলায় চাকরি করেছি সেজন্য নয় এর কারণ এটি মুক্তিযুদ্ধের সূতিকাগার এ জেলা। এ জেলায় অসংখ্যবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসেছিলেন।
এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম