নাটোরে বাগাতিপাড়া উপজেলায় প্রতিবেশীর নামাজের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ছেলের জন্য বিস্কুট কিনতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আমিনুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল নাটোর-আবদুলপুর রেললাইনে টেটনপাড়া রহমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি টেটনপাড়া গ্রামের সাবেক সদস্য হযরত প্রামাণিকের ছেলে আমিনুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, এক প্রতিবেশীর নামাজের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন আমিনুল ইসলাম। ফেরার পথে ছেলের জন্য বিস্কুট কিনতে রেললাইন পার হতে গিয়ে ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রেন চলে যাওয়ার পর স্বজনেরা রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
রেজাউল করিম রেজা/এমএএইচ/