সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রান্তিক জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে মৎস্য বিভাগের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ গরু বিতরণ করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন ও সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
জেএস/এমএস