দেশজুড়ে

টেকনাফে ১০ প্রার্থীর মনোনয়ন বতিল

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টেকনাফে বিএনপির মনোনীত এক চেয়ারম্যানসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে উপজেলা রিটার্নিং কর্মকতা। মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মনোনয়ন ফরম যাছাই-বাচাই কাজ শুরু হয়। এতে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা, সদর ও সাবরাং ইউপির রিটার্নিং কর্মকর্তা মো. নূরুল ইসলাম, হ্নীলা ও হোয়াইক্যং ইউপির রিটার্নিং কর্মকর্তা নূরুল আবছার ও বাহারছড়া ও সেন্টমাটিন ইউপির রির্টানিং কর্মকর্তা শামসুল আলম কুতুবী কার্যক্রমের দায়িত্ব পালন করেন।ইউপি নির্বাচনের বাছাই এর প্রথম দিনে ৬ ইউনিয়নের মধ্যে ৪ ইউনিয়নে কম বয়স, ঋণ খেলাপী, ফরমে নানা ত্রুটির কারণে বিএনপির এক চেয়ারম্যানসহ ১০ প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। এরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিহান (বিএনপি) ও মুক্তার আহাম্মদ (স্বতন্ত্র), সংরক্ষিত আসন ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের পারভিন আক্তার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের খতিজা বেগম, সাধারণ আসন ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হোসাইন, ৬ নং ওয়ার্ডের আব্দুল আমিন ও ৭ নং ওয়ার্ডের আবুল কালাম। হ্নীলা ইউনিয়নের সংরক্ষিত আসন ১,২ ও ৩ নং ওয়ার্ডের নূর জাহান, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের জান্নাতুল ফেরদৌস লাকী, সাধারণ আসনে ৪ নং ওয়ার্ডের নিগার নাসরিন।গত সোমবার টেকনাফের ছয় ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনের ৫০৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এতে চেয়ারম্যান ৪২ জন, সংরক্ষিত ৭৬ জন ও সাধারণ আসনে ৩৮৫ জন। মঙ্গলবার ৪ ইউনিয়নে ২৬ জন চেয়ারম্যান, ৫৫ জন সংরক্ষিত ও ৩০৮ জন সাধারণ আসনের প্রার্থী ছিলেন। বাছাই এ ২ জন চেয়ারম্যান, ৪ জন সংরক্ষিত ও ৪ জন সাধারণ আসনের প্রার্থী বাতিল করা হয়েছে। এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়ন পত্র বাছাই শেষে ২ মার্চ প্রত্যাহার। ৩ মার্চ প্রতীক বরাদ্দ এবং আগামী ২২ মার্চ নিবার্চন অনুষ্ঠিত হবে।সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি