খেলাধুলা

ইংলিশ ক্রিকেটার রবিনের অনুপ্রেরণা বাংলাদেশের লিটন

তিনি কি বাংলাদেশি? তা নিয়ে একটা ছোটখাট বিতর্ক হতেই পারে। তবে রবিন দাসের আদী নিবাস বাংলাদেশে। তার পিতার জন্ম সিলেটের সুনামগঞ্জে। যদিও রবিনে জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। কেউ কেউ তাকে টেস্ট ক্রিকেটার ভেবে ভুলও করেন। ইংল্যান্ডের হয়ে ঘরের মাঠে লর্ডসে একটি টেস্টে ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করার অভিজ্ঞতা আছে তার। তবে সেটাকে টেস্ট খেলা বলা যাবে না।

মূলতঃ রবিন দাসের এখনো ইংলিশ দলে খেলা হয়ে ওঠেনি। তিনি এখনো কোনো ফরম্যাটেই ইংল্যান্ড স্কোয়াডে ডাক পাননি। দেশের মাটিতে ইংলিশরা যখন টেস্ট খেলে, তখন মূল দলের বাইরে কজন প্রতিশ্রুতিশীল তরুণকে ড্রেসিং রুম শেয়ার করানো হয়। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে ইংল্যান্ডের ড্রেসিং রুমে ছিলেন রবিন দাস।

কেমন ছিল সে অভিজ্ঞতা? রবিন দাসের জবাব, ‘সেটা ছিল আমার জন্য বড় সুযোগ ও অভিজ্ঞতা। অনেক কিছু শিখেছি। লর্ডসে টেস্ট আবহের মধ্যে থাকা দারুণ। ক্রিকেটারদের কাছ থেকে দুয়েকটা ব্যাপার নিয়েছি। এটা খুব ভালো অভিজ্ঞতা।’

বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের সেই তরুণ এখন বিপিএল খেলতে ঢাকায়। ঢাকা ডমিনেটরর্সের হয়ে খেলতে এসেছেন এ তরুণ ব্যাটার। তার পিতার জন্ম ও আদী নিবাস সুনামগঞ্জ। সিলেট ও সুনামগঞ্জে তাদের বেশ আত্মীয়-স্বজন এখনো আছেন।

খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশে এসে ভাল লাগছে তার এবং আত্মীয়দের সাথে সৌজন্য সাক্ষাতের একটা সুযোগ পাচ্ছেন রবিন দাস। চট্টগ্রাম পর্বের পর আগামী ২৭ জানুয়ারি থেকে সিলেটে শুরু বিপিএলের তৃতীয় পর্ব।

বিপিএল খেলতে বাংলাদেশে আসার সুযোগে আত্মীয়-স্বজনদের সাথে দেখা হবে, তা ভেবে পুলকিত রবিন দাস। তাকে স্বাগতঃ জানাতে বিমান বন্দরে গিয়েছিলেন আত্মীয়দের অনেকেই।

আজ সোমবার বিসিবি একাডেমি মাঠে প্র্যাকটিসে মিডিয়ার সঙ্গে আলাপে তা জানিয়ে রবিন দাস বলেন, ‘উনারা খুবই রোমাঞ্চিত। শুধু আমার বাবা-মা-ভাই-বোনই না, বাংলাদেশ ও সিলেটের সবাইও খুশি। তারা বিমানবন্দরে আমাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিল। আমাকে বাংলাদেশে দেখে খুবই খুশি হয়েছে।’

‘আমি অবশ্যই যাবো, যখন দলের সঙ্গে সিলেটে যাবো। তখন পরিবার ও আত্মীয়-স্বজনকে দেখতে যাওয়ার ইচ্ছে আছে। আমি যাবো আত্মীয়দের দেখতে। সিলেটে গিয়ে আমার বাবার জেলায় খেলা অনেক বড় ব্যাপার হবে।’

আগে কখনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা হয়নি। তাই টার্গেট ঠিক করতে পারেননি। তবে ভাল খেলার পাশাপাশি রান করতে চান। তিনি বলেন, ‘এটা আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কী প্রত্যাশা করা উচিত এ ব্যাপারে আমি নিশ্চিত না। আমি দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি, একটু একটু করে। সফল হতে চাই ও রান করতে চাই।’

ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা। এসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিও খেলে ফেলেছেন; কিন্তু শুনে অবাক হবেন, রবিন দাসের অন্যতম প্রিয় ব্যাটার বাংলাদেশের লিটন দাস। লিটনের ব্যাটিং তার খুব ভাল লাগে। লিটনের ব্যাটিং তাকে অনুপ্রাণিতও করে। তার চোখে লিটন দাস বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।

‘লিটন এক্সেপশনাল ক্রিকেটার। সম্ভবত গত বছর তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার ছিল। আমার মনে হয় সে বিশ্বেরই অন্যতম সেরা। সে আমাকে অনুপ্রাণিত করে।’

বাংলাদেশের ক্রিকেট নিয়মিত অনুসরণ করেন রবিন দাস। ইংল্যান্ডে বড় হওয়া রবিন দাসের ইচ্ছে ইংল্যান্ডের হয়ে খেলা। ‘ওই দেশে বেড়ে উঠেছি। এসেক্সের হয়ে কাউন্টিতে খেলছি। আমার মনে হয়েছে ভবিষ্যতে সম্ভব হলে ওই দেশের হয়েই খেলা দরকার।’

এআরবি/আইএইচএস