হবিগঞ্জে মক্তবে আরবি পড়তে যাওয়ার পথে ত্রিশা বেগম (৯) নামে এক শিশু খুন হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে শহরতলীর ছোট বহুলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ত্রিশা বেগম ওই গ্রামের আব্দুস শহীদের মেয়ে।
পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ত্রিশা মক্তবে আরবি পড়তে যায়। এ সময় সে মাঠে চিৎকার করছিল। শব্দ শুনে তার বাবা গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজাসহ পুলিশের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেন। নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছেন।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা, মাসহ গ্রেফতার ৫
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, তার মাথায় আঘাত আছে। মাদরাসায় আরবি পড়তে যাওয়ার সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহতের বাবা সন্দেহ করছেন স্থানীয় একটি পরিবারের সঙ্গে তার বিরোধ আছে। তাদের সঙ্গে মামলা মোকদ্দমাও চলছে। তারা হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে। এরই মধ্যে তদন্তে নেমেছে পুলিশ।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/জিকেএস