মুন্সিগঞ্জ সদর উপজেলায় মামার সঙ্গে পরকীয়া সন্দেহে কাজলী আক্তার (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছেন স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার মিরকাদিম টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তার স্বামী শান্ত (২২) পলাতক আছেন।
স্থানীয়রা জানান, স্ত্রী কাজলীকে নিয়ে শান্ত তার নানাবাড়ি টেঙ্গর এলাকায় থাকতেন। একটি মামলায় কিছুদিন আগে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসে শান্ত। কয়েকদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। সম্প্রতি মামার সঙ্গে পরকীয়ার অপবাদ দিয়ে কাজলীকে নির্যাতন করে আসছিলেন শান্ত।
বুধবার সকালে আবারও তাকে মারধর করেন শান্ত। এক পর্যায়ে বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান তিনি। তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নিয়ে যেতে বলেন।
কাজলীর ফুপু পপি বলেন, ‘শান্ত মাদকসেবী। সে বিভিন্ন সময় কাজলীকে মারধর করতো। এবার শান্ত তার আপন মামার সঙ্গে কাজলীর পরকীয়ার অপবাদ দিয়ে মারধর করে। শরীরে হাতে পায়ে কুপিয়েছে। অবস্থা খারাপ। ঢাকায় নিয়ে যাচ্ছি।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এমএ কালাম জাগো নিউজকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। গৃহবধূর স্বামী পলাতক আছেন। তাকে খুঁজে বের করা হচ্ছে।
আরাফাত রায়হান সাকিব/এসজে/জেআইএম