চাঁপাইনবাবগঞ্জের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডে কর্মরত ২ হাজার শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে কালিয়ার রিপিলকা প্যাকেজিং লিমিটেড ও কোপার বেকারির উদ্যোগে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড চত্বরে এসব কম্বল বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের উপদেষ্টা তপন কুমার চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন সোনামসজিদ শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ, সিও শেখ সালাউদ্দিন ও পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম প্রমুখ।
সোহান মাহমুদ/এফএ/এএসএম