দেশজুড়ে

শৌচাগারের কূপ কাটতে গিয়ে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে নির্মাণাধীন শৌচাগারের কূপ ধসে মাটিচাপায় আশরাফ আলী (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মোহাম্মদ নাসিম পৌর কাঁচাবাজার এলাকায় স্বপ্না খাতুনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ওই শ্রমিক জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ফকির চর গ্রামের ভাসা শেখের ছেলে।

আরও পড়ুন- ওষুধ খাইয়ে ছিনতাইয়ের পর মৃত্যু, যুবক গ্রেফতার 

ফায়ার সার্ভিস ও বাড়ির মালিক স্বপ্না খাতুনের ছেলে শরিফুল ইসলাম জানান, ওই বাড়িতে শৌচাগারের কূপ তৈরি করার জন্য তিনজন শ্রমিক সকাল থেকে কাজ করছিলেন। দুপুরে শৌচাগারের কূপে মাটির তৈরি পাটগুলো বসানোর সময় মাটি ধসে পড়ে। এতে কূপের ভেতরে থাকা শ্রমিক আশরাফ আলী মাটিতে চাপা পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

আরও পড়ুন- সিরাজগঞ্জে জমির নকল তোলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ২২ 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জাগো নিউজকে জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই শ্রমিককে উদ্ধার করা হয়। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম এ মালেক/এফএ/জিকেএস