আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
পোশাক খাতে বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ করা পশ্চিমা ব্র্যান্ডগুলো কারা?করোনাভাইরাস মহামারির মধ্যে উপকরণ ও উৎপাদন খরচ ব্যাপক হারে বেড়ে যাওয়া সত্ত্বেও বাংলাদেশের পোশাক কারখানাগুলোকে সেই অনুযায়ী অর্থ দেয়নি বেশ কয়েকটি বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ড। ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হিমশিম খেতে হয়েছে কারখানাগুলোকে। সম্প্রতি যুক্তরাজ্যের অ্যাবারডিন ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
রীতি ভেঙে চীনা পররাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে ঢাকায় কেন?নতুন বছরের প্রথম কূটনৈতিক সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকায় যাওয়ার রীতি চলে আসছে প্রায় ৩২ বছর ধরে। দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ২০২৩ সালেও এই ধারা অব্যাহত রাখার কথা ছিল। তিনি ৯ থেকে ১৬ জানুয়ারি ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন, মিশর, আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর ও আরব রাষ্ট্রগুলোর প্রধান কার্যালয় সফর করবেন, এমনটাই নির্ধারিত ছিল। কিন্তু ইথিওপিয়ায় পৌঁছানোর আগে কিন আশ্চর্যজনকভাবে বাংলাদেশে যাত্রাবিরতি করেন।
পাসপোর্ট সূচকে আরও তিন ধাপ এগোলো বাংলাদেশশক্তিশালী পাসপোর্ট সূচকে আরও তিন ধাপ এগোলো বাংলাদেশ। তালিকায় এ দেশের অবস্থান এখন ১০১তম। গত বছর পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৪তম এবং ২০২১ সালের অক্টোবরে ছিল ১০৮তম।
২০২৩ সালে আবারও মন্দার সতর্কবার্তা দিলো বিশ্ব ব্যাংককেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধির প্রভাব তীব্র হচ্ছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অব্যাহত রয়েছে এবং বিশ্বের প্রধান অর্থনীতির চালিকা শক্তি থমকে গেছে। এসব কারণে ২০২৩ সালে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিলো বিশ্ব ব্যাংক। সতর্ক করা হলো মন্দা নিয়ে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এসব সতর্কবার্তা দেন।
ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধারে বাইডেনের বিস্ময় প্রকাশমার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচিত হওয়ার আগে ব্যক্তিগত অফিস থেকে গোপন নথি উদ্ধারে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওই নথিতে কী আছে আদৌ তিনি জানেন না। তবে সেগুলো তার আইনজীবীদের দ্বারা সঠিকভাবে পরিচালনা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
দাঙ্গার জেরে ব্রাজিলের সাবেক মন্ত্রীকে গ্রেফতারের নির্দেশব্রাজিলে দাঙ্গার পর চলছে ধরপাকড়। হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট জেইল বলসোনারোর সাবেক বিচারমন্ত্রী ও জননিরাপত্তা প্রধানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১০ জানুয়ারি) এ নির্দেশ দেওয়া হয়। এ পর্যন্ত হামলার অভিযোগে দেড় হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
গোতাবায়া-মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞাশ্রীলঙ্কার চার শীর্ষ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। এর মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা ও গোতাবায়া রাজাপাকসে। ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা সশস্ত্র সাংঘতের সময় মানবাধিকার লঙ্ঘন করায় তাদের বিরদ্ধে এমন পদক্ষেপ নিলো কানাডা।
ফেটে চৌচির জোশীমঠ, বছরে ২.৫ ইঞ্চি করে দেবে যাচ্ছিলভারতের হিমালয় অঞ্চলের ছোট শহর জোশীমঠ ফেটে চৌচির। চার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে। উত্তরাখণ্ড রাজ্যের এ শহরটিতে ৪৫ হাজার ভবনের মধ্যে ৬৭০টিতেই ফাটল দেখা দিয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এর দুই বছরের সমীক্ষায় দেখা গেছে, জোশীমঠ ও এর আশেপাশের এলাকা প্রতি বছর সাড়ে ছয় সেন্টিমিটার বা আড়াই ইঞ্চি করে দেবে যাচ্ছিল।
ট্যাক্স জালিয়াতি মামলায় ট্রাম্পের নির্বাহী উইসেলবার্গের কারাদণ্ডট্যাক্স জালিয়াতির মামলায় ট্রাম্প অরগানাইজেশনে দীর্ঘদিন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী অ্যালেন উইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
বারাণসী ধাঁচে গঙ্গা আরতি হবে পশ্চিমবঙ্গে, ঘোষণা মমতারধৃমল দও, কলকাতা: বাবুঘাটে গঙ্গাসাগর মেলায় আগত পূণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বারাণসীর ধাঁচে এ রাজ্যেও গঙ্গা আরতির আয়োজন হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কলকাতায় গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) স্বামী বিবেকানন্দর জন্মদিন। তাই আগামীকাল থেকে এই গঙ্গা আরতির কাজ শুরু হবে।
কেএএ/জিকেএস