ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন মনছুরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা। আজ (বুধবার) সকাল থেকে তারা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এর আগে মঙ্গলবার রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের দুটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থত রাইসুল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বর্তমান চেয়ারম্যান মনছুরের ওপর হামলা করে বিএনপি কর্মীরা। এতে ২০ জন আহত হয়। এছাড়া বাপ্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সকেট কামালকে পুলিশ ডাকাতি ও চাদাবাজি মামলায় গ্রেফতার করায় সকেট সমর্থিতরা গতরাত থেকে কয়েক দফা বিক্ষোভ করে। পরে আজ সকালে আদালত পাড়ায়ও বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের তাড়া করে। অমিতাভ অপু/এসএস/পিআর