হবিগঞ্জের মাধবপুরে মাইক্রেবাস ও মিনিট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ গ্যাস ফিল্ড ও দরগা গেটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক (৩৫) শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের শুকুর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভুইয়া জানান, সিলেটমুখী একটি মিনিট্রাক এবং একইমুখী একটি মাইক্রোবাসের মধ্যে ভোরে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস আরোহী যাত্রীরা আহত হন। তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে আব্দুল মালেক সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম