বান্দরবান সীমান্তবর্তী বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার পাঁচ জঙ্গির বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তাদের রাঙ্গামাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণকমল সেনের আদালতে তােলা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। পরে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন: টাকার বিনিময়ে অস্ত্র সরবরাহ করতে গিয়ে নিজেই হয়ে যান জঙ্গি
রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক জসিম উদ্দিন বলেন, বান্দরবানের রায়াংছড়ি ও থানচি উপজেলায় সীমান্তবর্তী বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে র্যাব। তারা নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিদাল শারক্বিয়ার’ সদস্য বলে জানা যায়। গ্রেফতার পাঁচজনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আরও পড়ুন: আল-কায়েদা মতাদর্শী চারজন কারাগারে, দুজনের দায় স্বীকার
সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিদাল শারক্বিয়ার শীর্ষ নেতাদের ধরতে পাহাড়ে অভিযান শুরু হয়। জঙ্গিবাদে জড়িয়ে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তনায় আশ্রয় নেন। সেখানে তাদের ভারি অস্ত্র চালানাের প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে কুকি-চিন ন্যাশনাল ফ্রট (কেএনএফ) নামের একটি সশস্ত্র গােষ্ঠী।
আরও পড়ুন: ‘পাহাড়িদের সঙ্গে ইসলামিক জঙ্গিদের যোগাযোগ থাকার কথা নয়’
এরআগে গতবছরের ২১ অক্টােবর বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তবর্তী বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সাত এবং কেএনএফের তিন সদস্যকে আটক করে র্যাব।
সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম