চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- মোহরাল সাজিরুল ইসলাম, আলফাজ উদ্দিন ও রোজবুল হক।
মামলা তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার জনতার হামলায় আহত হন শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী। এ ঘটনায় মোহরাল মামুন অর রশিদ বাদী হয়ে বুধবার রাতে থানায় মামলা করেন। এ দিন রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।
আরও পড়ুন: শিবগঞ্জ সাব-রেজিস্ট্রারকে পেটালেন জনতা
১০ জানুয়ারি বিকেলে জনতার হামলায় আহত হন শিবগঞ্জ সাব রেজিস্ট্রার ইউসুফ আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর পাঠানো হয়। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম