উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সকালের দিকে মিলেছে সূর্যের দেখা। এতে করে বয়ে চলা মাঝারি শৈত্যপ্রবাহ এখন মৃদুতে পরিণত হয়েছে। কিছুটা স্বস্তিতে বিপাকে পড়া ছিন্নমূল, খেটে খাওয়া, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: আবারও শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জাগো নিউজকে বলেন, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস । আগামী সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
সফিকুল আলম/জেএস/জিকেএস