বঙ্গবন্ধু সেতুতে যাত্রীবাহী হানিফ ও একতা পরিবহনের দুই বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর ৩৭নং পিলারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা পরিবহনের বাসকে পেছন থেকে হানিফ পরিবহনের বাসটি ওভারটেকের সময় ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের বাসের সামনের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী একতা পরিবহনের বাসকে হানিফের বাসটি ধাক্কা দেয়। এতে হানিফ পরিবহনের বাসের সামনের কিছু অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে বাসটি দ্রুত সেতু থেকে সরিয়ে ফেলা হয়। এ ঘটনায় ১০-১৫ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জাগো নিউজকে বলেন, ঘটনাটি বঙ্গবন্ধু সেতুর ৩৭নং পিলারে ঘটেছে। এটি পূর্ব থানার অন্তর্ভুক্ত। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।
এম এ মালেক/এএইচ/জিকেএস