দেশজুড়ে

কাপ্তাই হ্রদে লাক্সারি হাউসবোট ‘দ্যা রয়েল অ্যাডভেঞ্চার’

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদে উদ্বোধন হলো রাঙ্গামাটির সবচেয়ে বড় লাক্সারি হাউস বোট ‘দ্যা রয়েল অ্যাডভেঞ্চার’।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে শহরের শহীদ মিনার সংলগ্ন পর্যটন সুবিধা সহায়ক অবতরণ ঘাটে এ প্রমোদতরীর উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বৃষকেতু চাকমা বলেন, রাঙ্গামাটি পর্যটন নগরী। এখানে হ্রদ, পাহাড়, ঝর্ণা একসঙ্গে উপভোগ করা যায়। হ্রদের বুকে এ ধরনের হাউসবোট পর্যটকদের দারুণভাবে বিমোহিত করবে বলে মনে করি। পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরও লেকে বেড়ানোর দারুণ এক মাধ্যম তৈরি হলো।

দ্যা রয়েল অ্যাডভেঞ্চার-এর সিইও মো. মহিউদ্দিন মজুমদার বলেন, পর্যটন খাতে কাজ করার মানসিকতা থেকেই লাক্সারি হাউসবোটটি তৈরি করেছি। এটি রাঙ্গামাটির সবচেয়ে বড় হাউসবোট। এ বোটে মোট আটটি রুম রয়েছে। যার মধ্যে বারান্দাসহ দুটি সুপার প্রিমিয়াম রুম রয়েছে। প্রতিটি রুমেই এটাচ ওয়াশ রুম। প্রতি রুমে চারজন থাকা যাবে। বোটেই রেস্টুরেন্ট রয়েছে। এ রেস্টুরেন্টে স্থানীয় এবং ট্রেডিশনাল খাবার সরবরাহ করা হয়। যাতে পর্যটকরা স্থানীয় খাবার সম্পর্কে ধারণা পায়।

সাইফুল উদ্দীন/এএইচ/এএসএম