পাবনার সাঁথিয়ায় কাঠ ব্যবহার করায় তিন ইটভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নে তিন ইটভাটার মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এম এন ডি ব্রিকস, এম এস বি ব্রিকস এবং অপর এক ভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার হচ্ছিল। উপজেলা প্রশাসন সরেজমিন ভাটায় গিয়ে সত্যতা পায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক ভাটা মালিককে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সাঁথিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আমিন ইসলাম জুয়েল/এএইচ/জেআইএম