সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সদ্য অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার অপুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করে দলীয় নেতাকর্মীরা।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় কবির বিন আনোয়ার অপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এ দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। নির্মিত হয়েছে পদ্মা সেতু থেকে শুরু করে মেট্রোরেল, ফ্লাইওভার, অথনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু রেলসেতুসহ অসংখ্য স্থাপনা।
আরও পড়ুন: আ’লীগের নির্বাচন সমন্বয়ের দায়িত্ব পালন করবেন কবির বিন আনোয়ার!
বঙ্গবন্ধুর কন্যার হাতে থাকলে দেশ আরও এগিয়ে যাবে। কিন্তু পাকিস্তান ও স্বৈরাচার এরশাদের মত আবারও বিএনপি জামায়াত মাথাচাড়া দিয়ে উঠেছে। এসবের বিরুদ্ধে তিনি সিরাজগঞ্জবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এ সময় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী ও সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ জেলার প্রত্যেক উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এএইচ/জেআইএম