বগুড়ার গাবতলী মডেল থানায় হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের দেড়’শ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু জাররা বুধবার দুপুরে আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। বগুড়া আদালত পরিদর্শক শাহজাহান আলী চার্জশিট দাখিলের বিষযটি নিশ্চিত করেছেন। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-গাবতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ মিল্টন, পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনের নাম রয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নির্বাচনের দিন সকালে গাবতলী মডেল থানায় হামলা চালায়। এ সময় তারা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে কমপক্ষে তিন হাজার বিএনপি ও জামায়াতের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। দীর্ঘদিন পর পুলিশ এই মামলাটির চার্জশিট দিল।লিমন বাসার/এসএস/এবিএস