যশোরের বেনাপোলে ৬০ লিটার চোলাই মদসহ আব্দুল মজিদ টুনু (৫২) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) রাতে তাকে মদসহ হাতেনাতে আটক করা হয়। আব্দুল মজিদ বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মৃত মতলেবের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজারে একটি চোলাই মদের আস্তানায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ আব্দুল মজিদ টুনুকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রোববার (১৫ জানুয়ারি) যশোর আদালতে পাঠানো হবে।
জামাল হোসেন/এমএএইচ/