দেশজুড়ে

যশোরে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ

যশোরে মানবাধিকার, ক্ষমতায়ন ও সুশাসন বিষয়ে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) যশোর বাঁচতে শেখা মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।

তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সংগঠন অর্পণ মানব কল্যাণ সংস্থার ২৫ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা।

সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাব যশোরের যুগ্ম-সম্পাদক হাবিবুর রহমান মিলন।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী রকিবুল ইসলাম ও ভলান্টিয়ার রুবাইদুল হক জোয়ার্দ্দার।

মিলন রহমান/এসআর/জেআইএম