দেশজুড়ে

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের নামে মামলা

চাকরি দেওয়ার প্রলোভনে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েলসহ চারজনের নামে মামলা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মর্জিনা খাতুন নামের এক নারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। পরে বিচারক নিশিত রঞ্জন মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বাসায় চুরি

বাদীপক্ষের আইনজীবী উজ্জ্বল হোসেন জানান, মর্জিনা খাতুন তত্ত্বাবধায়কের বাসায় দীর্ঘদিন থেকে কাজ করতেন। এর সুবাদে আসামিরা যোগসাজশে তার মাধ্যমে ১৫ জন লোকের কাছ থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে ৩৯ লাখ ৯৬ হাজার টাকা নেন। পরে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামিরা বিষয়টি অস্বীকার করে মর্জিনা খাতুনকে হুমকি দেন। বাধ্য হয়ে মর্জিনা আদালতে মামলা করেন।

আরও পড়ুন: পর্দা কেলেঙ্কারিসহ ১০ কোটি টাকা আত্মসাৎ, ৬ জনের নামে মামলা 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম বলেন, আদালত থেকে এখনও কোনো কাগজ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জানান, এসব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমাকে হেয় করার জন্য কোনো মহলের সঙ্গে যোগসাজশে মর্জিনা তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

রাশেদুজ্জামান/আরএইচ/জিকেএস