দেশজুড়ে

৫০ কেজির বাঘাইড় বিক্রি ৪২ হাজারে

হবিগঞ্জে ৫০ কেজি ওজনের এক বাঘাই মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়।

রোববার (১৫ জানুয়ারি) রাতে পৌষ সংক্রান্তি উপলক্ষে আয়োজিত মেলায় এ মাছটি বিক্রি হয়েছে। এর আগে মাছটি নিয়ে আসেন বাহুবলের ব্যবসায়ী ইসলাম উদ্দিন।

বাঘাই মাছের মালিক ব্যবসায়ী ইসলাম উদ্দিন জানান, মাছটি তিনি সুরমা নদী থেকে পেয়েছেন। মাছটির ওজন ৫০ কেজি। তিনি মাছটির দাম রোববার সকাল থেকেই এক লাখ ২০ হাজার টাকা চান। পরে রাতে এটি তিনি ৪২ হাজার টাকায় বিক্রি করেছেন।

আরও পড়ুন: পৌষ সংক্রান্তি মেলায় ৫০ কেজির বাঘাইড়, দাম হাঁকা হলো সোয়া লাখ - 

মেলা কমিটির সভাপতি ও পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ আরিফুল হক বলেন, এটি সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে দুইশতাধিক বছর ধরে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসছে। মেলায় বিভিন্ন জেলা থেকে মাছ, কাঠের তৈরি পণ্য, পিঠা, শিশুদের খেলনা, আখসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন বিক্রেতারা। আজ এ মেলা শেষ হয়েছে।

 

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/জিকেএস