কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা নিয়ে পালানোর সময় মনিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি আটক হয়েছেন। এ সময় তার কাছে একটি খেলনা পিস্তল পাওয়া যায়।
রাতভর পিটুনির পর সোমবার (১৬ জানুয়ারি) সকালে খেলনা পিস্তলসহ মনিরুলকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। তিনি পাবনা সদর থানার খোদাইপুর ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
আরও পড়ুন: খোলা আকাশের নিচে পড়ে আছে ২০ কোটি টাকার যন্ত্রাংশ
এলাকাবাসী জানান, কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে রোববার দিনগত রাত ২টার দিকে একটি সাদা মাইক্রোবাসযোগে খেলনা অস্ত্রসহ ৯ জন ব্যক্তি গরু ব্যবসায়ী আরোপ আলীর (২৯) বাড়িতে ঢোকেন। গোয়েন্দা (ডিবি) পুলিশের পোশাক পরা ছিলেন তারা। আরোপ আলীকে ডেকে ডিবি পরিচয় দেন। এক পর্যায়ে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে ঘরে থাকা টাকা-পয়সা আনতে বলেন। ভয়ে আরোপ আলী ঘরে থাকা নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এনে দেন।
টাকা নিয়ে মাইক্রোবাসে ওঠার সময় এলাকাবাসী তাদের ধাওয়া করেন। এ সময় ডিবি পরিচয় দেওয়া মনিরুল ইসলামকে রেখেই পালিয়ে যান বাকিরা। গ্রামবাসী মনিরুলকে আটকে রেখে পিটুনি দেন। তার কাছে একটি খেলনা পিস্তল পান তারা। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে তাকে হেফাজতে নেয়।
আরও পড়ুন: লাভের লোভে ফসলের মাটি ইটভাটায়
গুরু ব্যবসায়ী আরোপ আলী বলেন, ‘রাত ২টার দিকে ডিবির পোশাক পরে অস্ত্রসহ ৯ জন আমার বাড়িতে আসেন। অস্ত্র ঠেকিয়ে ঘরে থাকা টাকা-পয়সা আনতে ভয়ভীতি দেখান। ঘরে থাকা দুই লাখ ৭০ হাজার টাকা এনে দিলে তারা দ্রুত চলে যাওয়ার পাঁয়তারা করে। গ্রামবাসী ছুটে এলে একজনকে রেখেই বাকিরা গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন জাগো নিউজকে বলেন, খেলনা পিস্তলসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
আল-মামুন সাগর/এসজে/এএসএম