দেশজুড়ে

ভৈরবে ৪১ কেজি গাঁজাসহ আটক ২

কিশোরগঞ্জের ভৈরবে ৪১ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মিলন হাওলাদার (৩৭) ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত আক্তার হাওলাদারের এবং আবু মিয়া (৩৬) ব্রাক্ষ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের নাসির মিয়ার ছেলে।

আরও পড়ুন: ৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে আটক করে। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ২০টি প্যাকেটে মোট ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে বলেছে দীর্ঘদিন ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা দেশের অভ্যন্তরে এনে বিক্রি করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজীবুল হাসান/জেএস/জেআইএম